19 September 2016

Important vocabulary of bank examination All 2015



Part 1: The vocabulary of the most important bank recruitment examination in 2015


Important vocabulary of bank examination

ব্যাংক এ আসা শব্দ নিয়ে ডায়লগ
By: Nazmul Hasan
সুজন : কিরে মিসবাহ আবার কি হলো? ” pensive” ভাবে বসে আছিস কেন? আবার কোন ” Arousing” কোন ইস্যু বের হইছে নাকি?
মিসবা : ভাইরে ইস্যু ছাড়া ফেসবুক আছে নাকি? মনে হয় কোন ” Tormentor ” ” ailment ” ছড়ায় যায়।
সুজন: হ্যা কিছু ভাল্লাগেনা ” callous” থাকতে থাকতেও আর ভাল্লাগেনা মুক্তিযোদ্ধাদের ” revere” করতে তো কারো মনে কোন ” ambivalence ” থাকার কথা না কিন্তু তাদের নাতি নাতনি পর্যন্ত সুবিধা দিতে গিয়ে যেভাবে সাধারন মানুষের জন্য চাকরির ” Dearth” সৃষ্টি হচ্ছে সেটা ” Chaotic” অবস্থা বানাচ্ছে।
মিসবা: হ্যা আজকাল ” Counterfeit ” সার্টিফিকেট এর তো অভাব নাই, সত্যিকারের মেধা ” thrive” হচ্ছেনা তাদের কে সু্যোগ পাবার আগেই ” dispelling” হচ্ছে। কিন্তু কেউ তো ছেড়ে দেবার না ” Tenacious ” সব
সুজন: আরে যত আস্ফালন ফেসবুকে কোটা ” rescind ” করা দুরের কথা ” mitigation ” ও করা হবেনা। কিছু ” Quixotic ” লোকের গালাগালি ই সার


মিসবা: আরে কেউ কেউ “Adulation” করে আবার কেউ ” impudence ” দেখায় আসলে এভাবে ” sporadic ” ভাবে এদিক ওদিক উল্টাপাল্টা না বকে আমাদের নিজেদের দ্বায়িত্ব ” verbatim ‘ ভানে পালন করতে হবে।
সুজন: আসলে যারা সম্মান পাবার যোগ্য তাদের সম্মান দিতেই হবে এটা কখনো” Contingent ” না আর তাদের সম্মান ” preserve ” করা আমাদের দ্বায়িত্ব


মিসবা :হ্যা এখন সবাইকে ” humble ” হতে হবে আর একটা ” Congenial” পরিবেশ করে নিজেদের দাবী আদায় করতে হবে।
সুজন: হা কারো অধিকার ” Usurp” করা ” Discordant ” এতে ” Insouciance ” এর অবকাশ নাই
এবার শব্দ গুলোর অর্থ দেখি


১)Pensive(গভীর চিন্তায় মগ্ন)
২)Arousing (উত্তেজক, উত্তেজনাকর)
৩)Tormentor ( যে ব্যাক্তি অন্যের দূর্ভোগ সৃষ্টি করে)
৪)Ailment ( রোগ, দূর্দশা)
৫)Callous ( উদাসীন)
৬) revere( সম্মান দেখানো)
৭)ambivalence ( একই সময়ে দুই বিপরীত অনুভুতি, দ্বিধা)
৮)Dearth( দুস্প্রাপ্যতা, স্বল্পতা) : scarcity, paucity
৯)Chaotic( বিশৃঙ্খল অবস্থা)
১০)Counterfeit ( জাল)
১১)Thrive ( বিকশিত হওয়া)
১২) Dispelling ( বাদ দেয়া) : elimination, removal
১৩)Tenacious ( নাছোড়বান্দা, জিদি) :attached, engaged
১৪) rescind ( বাতিল করা)
১৫) mitigation ( কমানো)

১৬)Quixotic ( বাস্তবজ্ঞানহীন)
১৭)Adulation ( অতি প্রশংসা, অতি ভক্তি)
১৮)Impudence ( বেহায়াপনা, আস্পর্ধা, ধৃষ্টতা) : arrogance
১৯)Sporadic ( ছড়ানো ছিটানো) : scattered
২০)verbatim ” অক্ষরে অক্ষরে)
২১) Contingent ( সাপেক্ষ, শর্ত সাপেক্ষ) : dependent, Conditional
২২)preserve (রক্ষা করা)
২৩)Humble( নম্র, বিনয়ী)
২৪) Congenial( উপযোগী, অনুকুল
২৫)Usurp( অন্যায়ভাবে অধিকার, আত্মসাৎ)
২৬) Discordant( বিসদৃশ, বেতালা)
২৭) Insouciance(উদাসীনতা)




Part 2: The vocabulary of the most important bank recruitment examination in 2015


জনি: কিরে মিসবা নিজেকে “Aloof” করে রেখেছিস কেন? কে তোকে Sequester করেছে?
মিসবা: আরে নাহ দেশের কতগুলা টাকা ” Plunder” করে নিয়ে গেলো। ” Chicanery ” করে নিছে নাকি ব্যাংকের কেউ ” Placatory” করেছে চোরের সাথে বুঝিনা।
জনি: আমাদেরকে এই ” Exigency ” তে ” Pragmatic” হতে হবে, এক্সে কাউকে ” Indictment ” করা হবে আর সে ” Refute” করবে সেটাতে তো লাভ হবেনা। হয়তো এটা ” Inadvertent” কিন্তু ” Mischievous ” কেউ যে আমাদের মধ্যে ছিলোনা সেটা তো বলতে পারিনা।

মিসবা: হ্যা হয়তো কেউ দূর্বল নিরাপত্তা ব্যাবস্থা ” Exploit” করেছে। এই ঘটনা আমাদের ” Infuriate” করেছে কিন্তু এখন আমাদের ” Exaggeration ” না করে ” Taciturn ” হতে হবে। যাকে তাকে “Impute” না করে ” vacillation ” বাদ দিয়ে “Stern” পদক্ষেপ নিতে হবে। Treacherous যেই হোক ” Lackadaisical ” না হয়ে দেশের জন্য ” Sinister” “Recidivist” মানুষ কে আইনের আওতায় এনে ক্ষতির ” Recuperative” ব্যাবস্থা নিতে হবে
এবার অর্থ দেখি

১)Aloof = একান্তে, পৃথক
২)Sequester=( নিঃস্বংগ করে রাখা)
৩)Plunder ( ডাকাতি, লুঠতরাজ)
৪)Chicanery (প্রতারনা, চাতুরি)
৫)Placatory ( আপোষ)
৬)Exigency ( জরুরী অবস্থা, সংকট) : Crisis, emergency
৭)pragmatic ( বাস্তববাদী) : Practical
৮)Indictment ( অভিযোগ/ অভিযুক্ত হওয়া বা করা)
৯) Refute= অস্বীকার, খন্ডন :Disprove
১০)Inadvertent( অনিচ্ছাকৃত) : unintentional
১১)Mischievous= অনিষ্টকারক, দুষ্ট,: Derogatory
১২=Exploit = খারাপ ভাবে সুবিধা নেয়া
১৩) Infuriate( অত্যন্ত ক্রোধান্বিত)

 
১৪)Exaggeration ( অত্যুক্তি, অতিরঞ্জন)
১৫) Taciturn ( স্বল্পভাষী)
১৬)Impute( দোষ চাপানো) : accuse, charge, indict
১৭) Vacillation ( দ্বিধা) : hesitation
১৮)Stern( কঠোর)
১৯)Treacherous (বিশ্বাসঘাতক)
২০)Lackadaisical ( অবসাদগ্রস্ত, নিরূদ্যম)
২১)Sinister( অশুভ)
২২)Recidivist( মজ্জাগত ভাবে অপরাধ প্রবণ)
২৩) Recuperative ( ক্ষতিপূরণমূলক, পূনরুদ্ধার হয় এমন)


By: Nazmul Hasan (sumon)

Top 5 websites for Bank jobs preparation


http://www.studyhelps24.com/top-5-websites-bank-jobs-preparation/

No comments:

Post a Comment