9 December 2015

BCS Written Guideline


BCS এর জন্য আপনারা প্রস্তুত তো। অনেক বড় একটা যুদ্ধ । প্রস্তুতি ছাড়া কি এই রকম একটা যুদ্ধে যাওয়া যায় ? আমার এই পোস্ট টি নতুনদের জন্য যারা BCS দিবেন বা BCS এর জন্য প্রস্তুতি নিচ্ছেন ।
আমি খুব বেশী কথা বলব না । কারন আপনাদের আজ একটা ই-বুক দিচ্ছি ।বইটি লিখেছেন মাসরুফ হোসেন ভাই। অনেক ধন্যবাদ জানাই মাসরুফ ভাই কে  আমাদের এই রকম একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য এখানে বিস্তারিত সব কিছুই বলা আছে । তাই নতুন করে আমি কিছু বলছি না । আপনারা এই ই- বুক টা ডাউনলোড করে নিজের সংগ্রহে রাখতে পারেন । ভবিষ্যতে কাজে লাগবে !
তাহলে দেরি না করে এখনই  ডাউনলোড করে নিন এই ই-বুক  টি । এর সাথে আরো একটি বই দিচ্ছি জব সলুসন এখান থেকে ডাউনলোড  করে নিতে পারেন ।



No comments:

Post a Comment