20 June 2017

ক্যারিয়ার বিষয়ক প্রস্ততির দুর্দান্ত টিপস


শুরুটা হতে হবে সঠিকভাবে!
অনেকেই অনেক গাইডলাইন দেখে IBA (DU) এর প্রস্তুতি নিতে গিয়ে হতাশ হয়ে পড়েছেন। আসুন আজকে একটু নতুন করে ঝেড়ে কাশি। দেখি সমস্যাটা আসলে কোথায়!! আমরা আজকে IBA এর primary level অর্থাৎ কিভাবে একদম শুরু থেকে শুরু করবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব।
অনেকেই আছেন যারা আমার মত দুর্বল ছাত্র কিন্তু প্রস্তুতি নিতে চাচ্ছেন, কিন্তু ভয় পাচ্ছেন। দেখুন ভাই IBA প্রস্তুতি কিন্তু এমন কিছু না যে খুব মেধাবী না হলে হবে না। তবে হ্যাঁ patience level বেশি হতে হবে। আর সবথেকে জরুরী জিনিস হলো- আপনি যদি সঠিকভাবে না শুরু করেন তাহলে প্রচুর পরিশ্রম করেও আপনি সফল হতে পারবেন না। তাই শুরু করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে- আপনি সঠিকভাবে প্রস্তুতি নিচ্ছেন কিনা। একটি কথা আছেসফলরা ভিন্ন কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। তাই শুরু করার আগে আপনার প্রয়োজন একটি সঠিক গাইডলাইন। তবে আমি বলছি না যে আপনাকে কারো কাছথেকে শুনেই এটা নিতে হবে। আপনি নিজেও এটা বের করতে পারেন। অনেকেই হয়ত শুনেছেন যে- কেউ কেউ ৪-৫ বার IBA তে পরীক্ষা দিয়েও শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছে। তাই যেটুকু প্রস্তুতি নেবেন সঠিকভাবে নিতে হবে।
প্রথমেই Reading habit বাড়াতে হবে
যারা একেবারেই দুর্বল তাদের উচিত, প্রথমেই রিডিং এর প্রতি আগ্রহ বৃদ্ধি করা। এই জিনিসটা কাজে লাগে English, math, analytical , writing সকল ক্ষেত্রে। কারণ প্রশ্নও আসবেই English এ। ফলে ইংলিশ না পারলে কোন কিছুতেই কোনকিছু হবে না। অনেকেই বারবার আমাকে বলেন, যে ভাই পেপার পড়ি কিন্ত বুঝি না। আরে ভাই, কমপক্ষে ৪ থেকে ৫ মাস পড়েন , তারপর বলেন যে কিছু বুঝেন, নাকি বুঝেন না। আমি এখনও যে খুব ভাল পারি এই দাবি করি না। আমার এখনও মনে আছে, যেদিন প্রথম English newspaper নিয়ে বসেছিলাম, সেদিন ৪ ঘণ্টা ব্যয় করে ছোট একটা লেখা বুঝতে পেরেছিলাম। Believe me, English D গ্রেড পেয়েছিলাম। খুব দুর্বল হলে বেশি কষ্ট করতে হবে, এটাই naturalআপনি কেন ভাবছেন যে- আপানার এত Serious Problem খুব সহজেই দূর হবে। অতএব কষ্ট করবেন, pain খাবেন, এগুলো মাথায় নিয়ে যুদ্ধে নামতে হবে। একবার ভাবুন- জ্বর হলে সহজে সেরে যায়, কিন্ত টায়ফয়েড কি সহজে সারে? ১৫ বা ১৬ বছর স্রেফ মুখস্ত করে পাস করেছেন, pain খেতে হবেই!!! আমার কথাগুলো শুনতে ভাল না লাগলেও আপনাকে এই জিনিসগুলো অবশ্যই ভেবে দেখতে হবে।

5 February 2017

GMAT Club ওয়েব সাইট এর পরিচিতি এবং আইবিএ এর এমবিএ প্রস্তুতি

GMAT Club ওয়েব সাইট এর পরিচিতি এবং আইবিএ এর এমবিএ প্রস্তুতি ....

GMAT হচ্ছে বাইরে উচ্চ শিক্ষার জন্য একটি সোপান। ধরুন, আপনি ঢাবি থেকে মার্কেটিং এ বিবিএ করেছেন, আপনার স্কোর ৩.৫। আমি চবি থেকে করেছি। আমার স্কোর ও ৩.৫। এখন নিবে কাকে? আর আপনার সিজিপিএ যে আপনার কি কে উপস্থাপন করে তারা সেটা জানে খুব ভাল করে। তাই world এর কিছু বিখ্যাত business school একত্রিত হয়ে এই GMAT টেস্ট এর প্রবর্তন করেছিল। যাই হোক, এটার percentile, average score, history আমাদের আলোচনার বিসয়বস্তু না, আমরা জানব, GMAT প্রস্তুতির জন্য বিখ্যাত সাইট gmatclub.com কে কিভাবে কাজে লাগাবেন আপনার কাজে। দয়া করে কেউ বলবেন না যে ভাই আমি ট্যাব, মোবাইল দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারছি না। ডেক্সটপ বা ল্যাপটপ দিয়ে ওয়েবসাইট এ ঢুকুন। হোমপেইজ আসবে। gmatclub.forum এই লেখার নিচে দেখুন HOME, FORUM, GMAT, ইত্যাদি লেখা কিছু লিঙ্ক আছে। GMAT এ ক্লিক করুন। অনেকগুলি অপশন পাবেন। আপনি GMAT Study Plans এ ক্লিক করুন। একটু অপেক্ষা করুন, নতুন পেজ আসবে। পেজ এর মধ্য ভাগে দেখবেন GMAT Study plan….. how to start.. লেখা আছে।